ইলেকট্রিক ভীহকল (ইভি) শাটল সার্ভিসের উদ্বোধন
Apr 22, 2025

প্রেস বিজ্ঞপ্তি

ইলেকট্রিক ভীহকল (ইভি) শাটল সার্ভিসের উদ্বোধন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মা এন্টারপ্রাইজের ইলেকট্রিক ভীহকল (ইভি) শাটল সার্ভিসের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। মঙ্গলবার সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই শাটল সার্ভিসের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচী আমাদের ছেড়ে গেছে, তবে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব বিভিন্ন উদ্যোগ ক্রমাগতভাবে নেওয়ার সার্বক্ষণিক দায়িত্ব দিয়ে গেছেন। শিক্ষার্থীদের কিছুটা অপেক্ষা করতে হলেও আমরা তাদের জন্য পরিবেশ বান্ধব, ছাত্রবান্ধব ও ঝুঁকিমুক্ত এই যান চালু করতে পেরেছি। উপাচার্য যারা এই পরিষেবা বিশ্ববিদ্যালয়ে দেবে, তাদেরকে যথাযথভাবে শিক্ষার্থীবান্ধব সেবা প্রদান করার জন্য অনুরোধ জানান।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল বেঙ্গল প্লাস অটো বিশ্ববিদ্যালয়ে ইভি শাটল সার্ভিস চালু করে। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases