জাকসু-এর প্রস্তাবিত গঠনতন্ত্র ও হল সংসদের প্রস্তাবিত গঠনতন্ত্র এর বিষয়ে মতামত প্রদানের অনুরোধ
Apr 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল ২০২৫

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর প্রস্তাবিত গঠনতন্ত্র ও হল সংসদের প্রস্তাবিত গঠনতন্ত্র এর বিষয়ে নিম্নে উল্লেখিত লিংকে প্রবেশ করে আগামী ১৭ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫.০০ টার মধ্যে আপনার মতামত প্রদানের জন্য অনুরোধ করছি।

১. জাকসু: প্রস্তাবিত গঠনতন্ত্র- https://forms.gle/WKGBKau3Qcrv7Uhd8

২. Constitution for Hall Union- https://forms.gle/5wsGHReQzk4DyLxm6

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases