Feb 19, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চারুকলা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চারুকলা বিভাগ ৮-৭ গোলে দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন চারুকলা বিভাগের জসাই মং মারমা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ নতুন বাংলাদেশে ন্যায়, সাম্য ও যুক্তিকে প্রাধান্য দিতে হবে -ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্বেগ ও নিন্দা প্রকাশ
- আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চারুকলা বিভাগ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন
- 'সি' ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘এ’ ইউনিট (পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন \ ‘ডি’ ইউনিট, ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউ-এর ফলাফল হস্তান্তর
- ‘ই’ ইউনিট এবং ‘এ’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘ডি’ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত